পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিককে দিয়ে মেয়েকে ধ’র্ষণ করালেন মা!!


মায়ের পরকিয়া করার ছবি মোবাইলে ধারণ করে বাবাকে দেখায় মেয়ে। এতে ক্ষিপ্ত হয়ে মেয়েকে উচিত শিক্ষা দিতে প্রেমিককে দিয়ে মেয়েকে ধ’র্ষণ করালেন এক মা। এ ঘটনা ভারতের উত্তর ২৪ পরগনার হাড়োয়ার মল্লিকভেড়ির। জানা যায়, অভিযুক্ত নারীর স্বামী কলকাতায় থাকেন। এই সময়ে ওই নারীর সাথে স্থানীয় যুবকের সম্পর্ক তৈরি হয়। মাঝে মাঝেই ওই নারীর বাসায় যুবক আসতো। তারা ঘনিষ্ঠতাতেও লিপ্ত হন।


সেই ছবি মোবাইলে তুলে বাবাকে দেখায় মেয়ে। এতেই মায়ের রাগ গিয়ে পড়ে মেয়ের ওপর। শেষে প্রেমিককে দিয়ে মেয়েকে ধ’র্ষণ করান মা। এ কথা প্রকাশ না করতে মেয়েকে দেন হু’মকিও। কিন্তু মেয়ে এই ঘটনার কথাও বাবাকে জানায়। পুলিশকে জানালে এ ঘটনায় অভিযুক্ত মহিলা ও তার প্রেমিককে গ্রে’ফতার করা হয়।


SHARE THIS

Author:

Previous Post
Next Post