আর কবে সচেতন হব আমরা? এভাবে আর কত কাল ?
প্রথম ছবিতে, শিক্ষা সফরের গাড়ি থেকে বিরিয়ানি খেয়ে বিরিয়ানির প্যাকেট ও পানির বোতলগুলো বাসের জানালা দিয়ে মহাসড়কে ছুঁড়ে ফেলে রাখার চিত্র।
আর দ্বিতীয় ছবিতে ঢাকার চিরাচরিত জলাবদ্ধতার চিত্র। এভাবেই আমাদের কর্মগুণে আমরা ভোগান্তির শিকার হই।
আসলে সব দোষ এককভাবে শুধু সরকারকে দিয়ে লাভ নেই। আমরা নিজেরা কতটুকু সচেতন?
চিপসের প্যাকেট, ড্রিংকসের বোতল, ঝালমুড়ির ঠোঙ্গা, আবর্জনা ভর্তি প্লাস্টিকের পলিথিনগুলো প্রতিনিয়ত আমরা কোথায় ফেলছি?
আমাদের এই যত্রতত্র ছুঁড়ে ফেলা গারবেজ গুলোই জমাটবদ্ধ হয়ে, বন্ধ করে রাখে পয়ঃনিষ্কাশনের স্বাভাবিক গতি। তাই সামান্য বৃষ্টি হলেই পানি জমে আমাদের রাস্তাঘাট গুলো ডুবে যায়।
জলাবদ্ধতার ছবি তুলে বা ভিডিও করে ফেইসবুকে আপলোড দিয়ে সরকারকে গালাগাল দেয়া খুব সহজ। কিন্তু নিজেদের বদঅভ্যাসগুলো পরিবর্তন করা খুব কঠিন।