মহিষ দ্বারা কুরবানি করার বিধান আছে কি?

মহিষ দ্বারা কুরবানি করার বিধান আছে কি?

মহিষ দ্বারা কুরবানি করার বিধান : 

সুরা হজ্জের ৩৪ ও ৩৬ নং আয়াতে البدن ও الأنعام শব্দদ্বয় উল্লিখিত হয়েছে, যা উট, গরু বা গরু জাতীয় পশুকে বুঝায়। আর মহিষ ও গরু যে একই জাতীয় পশু এ ব্যাপারে সকল ফুকাহায়ে কেরাম একমত। তাবেঈ  হাসান বাছরী (রহ) বলেন,

حدثنا معاذ بن معاذ، عن أشعث، عن الحسن أنه كان يقول: الجواميس بمنزلة البقر.

‘মহিষ গরুর স্থলাভিষিক্ত’ (মুছান্নাফ ইবনু আবী শায়বা  ৭/৬৫ হা/১০৮৪৮; মির‘আত ৫/৮১ ‘কুরবানী’ অনুচ্ছেদ)। 

অতএব মহিষ কোরবানি দেওয়াতে কোনো দোষ নেই (মাজমূ‘ ফাতাওয়া ওছায়মীন ২৫/৩৪, ‘কোরবানি অধ্যায়)।
হানাফীদের ফাতওয়া : 
  উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কুরবানী করা জায়েয। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্যগরু ইত্যাদি দ্বারা কুরবানী করা জায়েয নয়। -(কাযীখান ৩/৩৪৮, বাদায়েউস সানায়ে ৪/২০৫)
নামাযে আমীন উচ্চঃস্বরে বলতে হবে প্রমাণস্বরুপ ৩৯ টি দলীল

নামাযে আমীন উচ্চঃস্বরে বলতে হবে প্রমাণস্বরুপ ৩৯ টি দলীল



জোরে আমীন বলার স্বপক্ষে হানাফী আলেমদের মতামত:

(১)যদি এ ব্যাপারে ফয়সালা আমার উপর আসতো তাহলে আমি এভাবে সামন্জস্য করতাম যে,আস্তে বলা থেকে অর্থ বহুত চিল্লিয়ে না বলে মধ্যম আওয়াজে বলা।ইবনুল হুমাম হানাফী-ফতহুল কাদীর ১ম: ১১৭ পৃষ্ঠা।

(২)ইনসাফ হচ্ছে এই যে,দলীলের দিক দিয়ে জোরে আমীন বলা মজবুত।

আব্দুল হাই মুহাদ্দীস দেহলভী-তালিকুল মুমাজ্জাদ ১০৫ পৃষ্ঠা।

.

(৩)উচ্চঃস্বরে আমীন বলা লোকদের গালা গালি করা উচিৎ নয়,কারণ তারা হাদীসেরউপর আমল করে।

রশিদ আহমদ গাংগুহী হানাফী-সাবিলুর রশাদ,ফাতাওয়ায়েরশিদিয়া ৭২ পৃষ্ঠা।

.

(৪)আমীন জোরে বলা আস্তে বলা থেকে উত্তম।

শাহ ইসমাঈল শহীদ-তানবিরুল আইনাইন ৭১ পৃষ্ঠা।

.

(৫)আমীন উচ্চঃস্বরে বলার হাদীস সহিহ।

আইনী হানাফী-উমদাতুল কারী ৩য়ঃ ১১৩ পৃষ্ঠা।

.

(৬)নামাজে সেজদার জায়গায় নজর রাখা এবং জোরের নামাযে জোরে আমীন বলা শরীঈ পদ্ধতি।

.

আব্দুল কাদের জিলানী-গুনিয়াতুত তালেবীন ১মঃ ৪ পৃষ্ঠা।

.

(৭)যদি কোন হানাফী মাযহাবের লোক জোরে আমীন বলে এবং ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার হানাফিয়াত ছুটিয়া যাইবেনা বরং আরও মজবুত হইবে।

শামসুল হক ফরিদপুরী-তার ওসিয়াত নামা, ৭নং ওসীয়াত।

.

এছাড়া হানাফী মাযহাবের ফেকহার কেতাবেও আমীন জোরে বলার সমর্থনে অনেক দলীল পাওয়া যায়।

.

আল্লাহ তা'আলা আমাদের সবাইকে সঠিক জিনিসের উপর আমল করার তাওফীক দান করুন।আমীন।