কুরিয়ার সার্ভিসের প্রতারনা থেকে বাঁচুন


দেশে ব্যাঙের ছাতার মত কুরিয়ার সর্ভিস Company তৈরী হয়েছে এবং হচ্ছে। তাই নিজের Products কিংবা কোন কিছু Shipment করার জন্য তাদের Service গুলো ব্যবহার করার আগে সর্তক হয়ে করুন অথবা নামি-দামি Company গুলো ব্যবহার করুন। গত কিছুদিন ধরে অনেক গুলোর বিরুদ্ধে টাকা আটকিয়ে রাখার অভিযোগ পেয়েছি সেইগুলা নিয়ে কাজ করছে Law Enforcement. 


সবাই সর্তক হয়ে তাদের সাথে ডিল করুন অন্যথায় প্রতারণার শিকার হবেন।


SHARE THIS

Author:

Previous Post
Next Post