NU ডিগ্রি ১ম বর্ষের বোর্ড চ্যালেঞ্জ আবেদন 2020

Notice for Degree 1st Year Result Challenge 2020

 NU ডিগ্রি ১ম বর্ষের বোর্ড চ্যালেঞ্জ আবেদন 2020 করার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আজ ১২ আগষ্ট  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডিগ্রি ১ম বর্ষের ফলাফল প্রকাশ করা হয়েছে। যারা আশানুরূপ ফলাফল পাননি তারা চাইলে ফলাফল নিপুনঃ নিরীক্ষনের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম / পদ্ধতিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিঙ্কে গেলে নির্ধারিত সময়ের মধ্যে (এর আগে কিংবা পরে পাবেন না) আবেদন ফরম পাবেন। এই ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোন সোনালী ব্যাঙ্কের শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

সতর্কতাঃ রেজিস্ট্রেশন নম্বর যথাযথভাবে পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পূর্বে ও পরে আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা দিলে সমস্যা হতে পারে। তাই ভুলেও এই কাজ করবেন না।

আবেদনের ফিঃ প্রতি পত্রের পুন:নিরীক্ষণের আবেদনের জন্যে ৫০০ টাকা করে ফি প্রদান করতে হবে।

Degree First Year Result Challenge 2020

  • Start Date: 20 /08/2020 at 10:00 am

  • End Date: 20/09/2020 at 02:00 pm

  • Payment End: 24/09/2020 at 04:00 pm

  • Payment Medium: Soanli Seba(Sonali Bank)

  • Payment Amount: 500/=
  1. At first Go To nu.ac.bd
  2. then Click => Services
  3. after that Click => Sonali Sheba
  4. and Click=> Re-scrutiny Under Student Fee Menu



SHARE THIS

Author:

Previous Post
Next Post