শুক্রাণু বিক্রির হিড়িক তরুণদের
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট আর্থিক সংকটে ইসরাইলে ব্যাপকভাবে স্পার্ম ডোনেশন বেড়েছে। দেশটির কয়েকটি সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্যান্য সময়ের তুলনায় এ হার বেড়েছে ৩শ’ শতাংশ পর্যন্ত। একজন ডোনার প্রতিমাসে স্পার্ম বিক্রি করে ৪ হাজার শেকেল আয় করতে পারেন বলেও জানানো হয়। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, শুক্রা'ণু দাতাদের অধিকাংশ শিক্ষার্থী এবং সামর'িক বাহিনীর সদস্য।
ইসরাইলের সরকারি এবং বেসরকারি স্পার্ম ব্যাংকগু'লো একবার শুক্রা'ণু দিলে দেড় হাজার শেকেল পর্যন্ত অর্থ দেয়। গেলে কয়েক স'প্ত াহে স্পার্ম ডোনেটের এ হার ৩শ’ শতাংশ পর্যন্ত বেড়েছে বলেও জানানো হয়। ২৫ বছর বয়সী অ্যালন বলেন, ‘তিনি তার চাকরি হারিয়েছেন। ওই চাকরিতে তিনি এক লাখ শেকেলের মতো বেতন পেতেন। তাকে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে।
ভাড়া পরিশোধ করতে না পারায় পরিবারসহ বাসা ছাড়তে হয়েছে।’ যখন আয়ের নতুন উৎস খুঁজছিলেন, তখন তিনি স্থানীয় রামবাম মেডিকেল সেন্টারের একটি বিজ্ঞাপন দেখতে পান। যেখানে হাসপাতালের স্পার্ম ব্যাংকের জন্য ডোনার চাওয়া হয়েছিল। বলেন, অ্যালন। ‘আমি সি'দ্ধান্ত নিলাম এটি অর্থ আয়ের ভালো একটি সুযোগ। চ্যানেল টুয়েলভকে অ্যালন বলেন, মাত্র কয়েক মিনিটে, আয় করতে পাড়ি কোনো পরিশ্রম ছাড়াই। মাসে ৩ হাজার শেকেল (৮শ’৭৯ মা'র্কিন ডলার)
কুরিয়ার সার্ভিসের প্রতারনা থেকে বাঁচুন
দেশে ব্যাঙের ছাতার মত কুরিয়ার সর্ভিস Company তৈরী হয়েছে এবং হচ্ছে। তাই নিজের Products কিংবা কোন কিছু Shipment করার জন্য তাদের Service গুলো ব্যবহার করার আগে সর্তক হয়ে করুন অথবা নামি-দামি Company গুলো ব্যবহার করুন। গত কিছুদিন ধরে অনেক গুলোর বিরুদ্ধে টাকা আটকিয়ে রাখার অভিযোগ পেয়েছি সেইগুলা নিয়ে কাজ করছে Law Enforcement.
সবাই সর্তক হয়ে তাদের সাথে ডিল করুন অন্যথায় প্রতারণার শিকার হবেন।
আবারো করোনা রোগীকে ধর্ষণ করলো আরেক করোনা রোগী
দুধের সঙ্গে রসুন খেলে কী হয়?
রসুন এর গুণাগুণ
সব বয়সীদের জন্যই দুধ একটি উপকারী খাবার। এটি আমাদের শরীরে শক্তি জোগায়। তাই দুধকে আদর্শ খাবার হিসেবেই জানি আমরা। এদিকে রসুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। কাঁচা রসুন উচ্চ রক্তচাপ কমাতে দারুণভাবে সাহায্য করে। তাই দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়।
অনিদ্রার সমস্যা: হাজার চেষ্টা করলেও রাতে ঠিক করে ঘুম হয় না। এক গ্লাস রসুন-দুধ খেয়ে নিন। সমস্যা দূর দয়ে যাবে। ঘুম আসবে সহজেই।
অ্যাজমা, কফ, নিউমোনিয়া সমস্যায়: যাদের অ্যাজমা, কফ, নিউমোনিয়ার সমস্যা রয়েছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধে রসুন মিশিয়ে খেলে সমস্যা দূর হয়।
জন্ডিসের প্রতিকার: রসুন-দুধ জন্ডিসের ক্ষেত্রে ভালো কাজ করে। জন্ডিসে আক্রান্ত হলে দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেতে পারেন। এতে উপকার মিলবে।
বাতের ব্যথা কমা: গাঁটে গাঁটে ব্যথা অনেক কমিয়ে দেয় এই রসুন ও দুধ। এমনিতেই গরম দুধ ব্যথা কমায়, সেই সঙ্গে রসুন প্রদাহ থেকে রক্ষা করে। সব মিলিয়ে খুব ভালো উপকার পাওয়া যায়।
পৃথিবীতে চলে এসেছে দাজ্জাল, ইহুদিদের সাথে যোগাযোগ শুরু!
পৃথিবীতে চলে এসেছে দাজ্জাল, ইহুদিদের সাথে যোগাযোগ শুরু!
চেইম ক্যানিভস্কি নামে একজন ইহুদি ধর্মযাজক দাবি করেছেন, পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে। তিনি আরো দাবি করেছেন, দাজ্জালের সাথে তাঁর যোগাযোগ হয়েছে। তবে দাজ্জাল এই মূহূর্তে কোথায় অবস্থান করছেন তা এই ধর্মযাজক প্রকাশ করেন নি। চেইম ক্যানিভস্কি নামের এই যাজক হযরত মুহাম্মদ (সঃ) একটি হাদিসও বিশ্লেষণ করেছেন, হাদিসটির আলোকেই তিনি দাবি করেছেন দাজ্জাল খুব দ্রুত সবার সামনে নিজেকে প্রকাশ করবেন।
হাদিসটিতে বলা হয়েছে, রাসুল (সা.) বলেন, তামিম আদ-দারি ছিল একজন খ্রিস্টান। সে আমার কাছে আগমণ করে ইসলাম গ্রহণ করেছে। সে একটি ঘটনা বর্ণনা করেছে, যা তোমাদের কাছে আমার বলা দাজ্জালের ঘটনার সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। তামিম আদ-দারি বলেছে, কিছু লোককে সঙ্গে নিয়ে আমি একবার সমুদ্রভ্রমণে বের হই। একসময় ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে যাই। এক মাস পর্যন্ত সমুদ্রের ঢেউ আমাদের নিয়ে খেলা করতে থাকে। পরিশেষে, ঢেউ পশ্চিম দিকের একটি দ্বীপে আমাদেরকে নিয়ে পৌঁছায়। তারপর আমরা ছোট ছোট নৌকায় চড়ে দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করি। সেখানে এক বিশেষ প্রাণীর সন্ধান পাই। প্রাণীটি স্থূল ও ঘনচুলবিশিষ্ট। কথপকথনে সে জানাল, সে জাসসাসাহ (সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা)। বলল, তোমরা ওই ঘরের দিকে যাও সেখানে একজন তোমাদের জন্য অপেক্ষা করছে। সেখানে আমরা দীর্ঘকায় এক মানবকে শিকলে বাঁধা অবস্থায় দেখতে পেলাম। এমন ভয়ংকর মানুষ আমরা ইতিপূর্বে আর কখনও দেখিনি। তার হাত দু’টিকে ঘাড়ের সঙ্গে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে।
সে শুরুতে আমাদের পরিচয় জানতে চায়। আমরা পরিচয় দিলে সে বলে, আমাকে তোমরা ‘বাইসান’ সম্পর্কে সংবাদ দাও। সেখানের খেজুর গাছগুলো কি এখনও ফল দেয়? আমরা জানাই, হ্যাঁ। সে বলে সেদিন বেশি দূরে নয়, যেদিন গাছগুলোতে কোন ফল ধরবে না। এরপর সে বলল, আমাকে তাবরিয়া উপসাগর সম্পর্কে সংবাদ দাও। সেখানে কি এখনও পানি আছে? বললাম, প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে। সে আবার বলল, আমাকে যুগার কূপ সম্পর্কে সংবাদ দাও, সেখানে কি এখনও পানি আছে? বললাম, প্রচুর পানি রয়েছে। লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে। আমাকে উম্মিদের নবি সম্পর্কে জানাও- সে প্রশ্ন করলে আমরা বলি, তিনি মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছেন। আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? তার প্রশ্নের জবাবে আমরা বলি, হ্যাঁ। পার্শ্ববর্তী আরবদের ওপর তিনি জয়লাভ করেছেন। ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো।
পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিককে দিয়ে মেয়েকে ধ’র্ষণ করালেন মা!!
মায়ের পরকিয়া করার ছবি মোবাইলে ধারণ করে বাবাকে দেখায় মেয়ে। এতে ক্ষিপ্ত হয়ে মেয়েকে উচিত শিক্ষা দিতে প্রেমিককে দিয়ে মেয়েকে ধ’র্ষণ করালেন এক মা। এ ঘটনা ভারতের উত্তর ২৪ পরগনার হাড়োয়ার মল্লিকভেড়ির। জানা যায়, অভিযুক্ত নারীর স্বামী কলকাতায় থাকেন। এই সময়ে ওই নারীর সাথে স্থানীয় যুবকের সম্পর্ক তৈরি হয়। মাঝে মাঝেই ওই নারীর বাসায় যুবক আসতো। তারা ঘনিষ্ঠতাতেও লিপ্ত হন।
সেই ছবি মোবাইলে তুলে বাবাকে দেখায় মেয়ে। এতেই মায়ের রাগ গিয়ে পড়ে মেয়ের ওপর। শেষে প্রেমিককে দিয়ে মেয়েকে ধ’র্ষণ করান মা। এ কথা প্রকাশ না করতে মেয়েকে দেন হু’মকিও। কিন্তু মেয়ে এই ঘটনার কথাও বাবাকে জানায়। পুলিশকে জানালে এ ঘটনায় অভিযুক্ত মহিলা ও তার প্রেমিককে গ্রে’ফতার করা হয়।
৩ মিনিটের ভিডিও ভাইরাল সাবরিনার
করোনা পরীক্ষায় অনিয়ম ও জেকেজি হেলথকেয়ারের জালিয়াতির মামলায় গ্রেপ্তার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. সাবরিনা শারমিন হুসাইন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের পর থেকেই ডা. সাবরিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে নানা তথ্য। বিতর্কিত অভিনেত্রী সানাইয়ের একটি আপত্তিকর সাক্ষাৎকারের কণ্ঠ ও ডা. সাবরিনার ফুটেজ দিয়েও তৈরি করা হয়েছে ব্যাঙ্গাত্মক ভিডিও।
এছাড়াও ডা. সাবরিনাকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুক, ইউটিউবসহ নানা জায়গায় নানা তথ্য তুলে ধরে ভিডিও প্রকাশ করা হচ্ছে। বিতর্কিত অভিনেত্রী সানাই মাহবুবের একটি আপত্তিকর সাক্ষাৎকারের কণ্ঠের সঙ্গে ডা. সাবরিনার ভিডিও জুড়ে দিয়ে ব্যাঙ্গাত্মক দৃশ্য প্রকাশ করেছে একটি ফেসবুক পেজে।
ডা. সাবরিনাকে গ্রেপ্তারের পর তার স্বামী আরিফ চৌধুরীর অনিয়মের সঙ্গে স্ত্রীর জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন।
গত রোববার ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও জোনের কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
কিডনি পরিষ্কার করুন মাত্র পাঁচ টাকায়
কিডনির মধ্যে জমে থাকা লবণ এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে ঘরোয়া উপায়েই বের করে দেয়া সম্ভব। হাতের কাছেই আছে এর সমাধান।
কিডনির মধ্যে জমে থাকা লবণ এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে ঘরোয়া উপায়েই বের করে দেয়া সম্ভব। হাতের কাছেই আছে এর সমাধান।
ছবি:সংগ্রহীত
৮৬ বছর পর আবারো মসজিদ পরিচয় ফিরে পেল আয়া সোফিয়া।
১৯৮৫ সালে আয়া সুফিয়া জাদুঘর হিসেবে ইউনোস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। তুরস্কের সবচেয়ে দর্শণীয় স্থানের মধ্যে প্রথম স্থানেরই রয়েছে আয়া সুফিয়া।
ইস্তাম্বুলে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি ৯১৬ বছর টানা চার্চ হিসেবে ব্যবহ্রত হয়েছে। আর ১৪৫৩ সাল থেকে শুরু করে ১৯৩৫ সাল প্রায় পাঁচশত বছর ধরে মসজিদ হিসেবেই পরিচিত ছিল এটি। এরপর ৮৬ যাবত এটা জাদুঘর হিসেবে পরিচিত ছিল।
গত ১০ জুলাই তুর্কি আদালতের রায়ে ১৯৩৪ সালের তৎকালীন মন্ত্রী পরিষদের জাদুঘরে রুপান্তরিত করার আদেশটি রহিত করার পর পুনরায় মসজিদ হিসেবে চালু করতে আর কোন বাধা রইল না।
আর কবে সচেতন হব আমরা? এভাবে আর কত কাল ?
আর কবে সচেতন হব আমরা? এভাবে আর কত কাল ?
আপনি কুরবানী পশু জবাই করছেন নাকি হত্যা করছেন?
গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা নেয়া হবে
ফুসফুস ভালো রাখবে যে ৫ খাবার
আসুন জেনে নিই যা খেলে ভালো থাকে ফুসফুস-
১. আপেলে থাকা ফেনোলিক যৌগ ও ফ্ল্যাভনয়েড শরীরের প্রদাহ কমায়। ইউরোপিয়ান জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, যেসব শিশু নিয়মিত আপেলের জুস পান করে তাদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা কম হয়।
২. গ্রিন টি শরীরের জন্য খুবই উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুসের প্রদাহ কমায় ও কার্যকারিতা বাড়ায়। ২০১৭ সালে কোরিয়ান এক গবেষণা থেকে জানা গেছে, যারা নিয়মিত দুই কাপ গ্রিন টি পান করেন, তাদের ফুসফুসের কার্যকারিতা বাড়ে।
৩. ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ সামুদ্রিক মাছ ফুসফুসের কার্যকারিতা বাড়ায়।
৪. বাদাম ও বীজ ফুসফুসের জন্য খুবই উপকারী। আখরোট, পেস্তাবাদাম কাজুবাদাম, চিনাবাদাম, মিষ্টি কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, ফ্ল্যাক্সসিডে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, প্রয়োজনীয় খনিজ থাকায় এগুলো শ্বাসতন্ত্র ভালো রাখে।
৫. আদা-রসুন ফুসফুসের জন্য ভালো কাজ করে। এসব মসলায় থাকা অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান ফুসফুস পরিষ্কার রাখে ও কার্যকারিতাও বাড়ায়।
৬. গোলমরিচে থাকা ক্যাপাসেইসিন উপাদান শ্বাসকষ্টজনিত সমস্যা কমায়।
সূত্র: বোল্ড স্কাই